মে দিবসে ওয়ার্কার্স পার্টি ও জাতীয় শ্রমিক ফেডারেশন এর বিভিন্ন কর্মসূচি পালিত


47. workers

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটির উদ্যোগে বিস্তারিত কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে বেলা ৩ ঘটিকার সময় পৌর বিপনিস্ত ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে লাল পতাকা মিছিল সহকারে সিলেট শহর প্রদক্ষিন করে ধূপাদিঘীর উত্তর পাড়স্থ উসমানি শিশু পার্কের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে এবং ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড ইন্দ্রানী সেন শম্পার পরিচালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্র্টির জেলা সভাপতি কমরেড আবুল হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড সিরাজ আহমদ, জেলা নেতা দিনবন্ধু পাল, হিমাংশু মিত্র, আলমগীর হোসেন, হুমায়ুন কবির, জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ সিলেট জেলা সাধারণ সম্পাদক কাজী আলফাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক অজিত দেবনাথ, ফেডারেশন এর জেলা নেতা মহিতুশ চৌঃ প্রসাদ, সৈয়দ দারা মিয়া, মোহাম্মদ শাহ আলম, খোকন, ইমরান আহমদ চৌঃ, মামুন, শ্রীবাস মুন্ডা, রিপন দাস, মোহাম্মদ রাব্বি, জাতীয় শ্রমিক ফেডারেশন রায়নগর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল, জেলা প্রচার সম্পাদক আব্দুল মান্নান জীবন, ডাঃ রফিকুল ইসলাম রতন, জিয়াউর রহমান, হরিলাল বাবু, টিটুল তালুকদার, মজুমদার পাড়া আঞ্চলিক কমিটির সভাপতি হোসেন আলী, দুলাল আহমদ, ১৩ রতন আঞ্চলিক কমিটির সভাপতি শেখ শামসুল হক, যুব মৈত্রী মহানগর সহ-সভাপতি শামীম মজুমদার, সাধারণ সম্পাদক ইউসুফ আহমদ, মহানগর নেতা লিয়াকত আলী, হিমেল আহমদ চৌঃ, মুহিত খান, নারী মুক্তি সংসদ সিলেট জেলা সাধারণ সম্পাদক ছায়েদা আক্তার, জেলা নেত্রী সাবিত্রী সেন, সিরাজুন নেসা জেবু, রিহানা আক্তার, শিপা ওড়াঁও, ছাত্রমৈত্রী জেলা সভাপতি শপন দাস, জেলা নেতা মনিরুল ইসলাম, মোঃ রুকন উদ্দিন, অরুণ মাল, প্রমুখ।-বিজ্ঞপ্তি
Kamal Shahriar
Kamal Shahriar

Previous
Next Post »
Photo-1 Photo-2 Photo-3 Photo-4 Photo-5