বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ


বড়-ধরনের-ভূমিকম্পের-ঝুঁকিতে-বাংলাদেশ

সংবাদ সংগ্রহে কামাল শাহরিয়ারঃ বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন গবেষকরা। সোমবার জিওসায়েন্স জার্নালে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও সিঙ্গাপুরের একদল গবেষকের দেয়া তথ্য প্রকাশিত হয়।
জার্নালে বলা হয়, ভূগাঠনিক অবস্থানের কারণে এ ধরনের ভূমিকম্পের আশঙ্কা করা হচ্ছে। এ অঞ্চলের তলদেশে দুটি প্লেট পরস্পরের ওপর ক্রমশ চেপে বসতে থাকায় ৮ থেকে ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি করে এমন শক্তি জমা হচ্ছে। আর সে রকম কোনো ভূমিকম্প হলে পুরো দেশই মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে পারে।
এখানকার অপরিকল্পিত ভবন, ভারী শিল্প, বিদ্যুৎ কেন্দ্র, গ্যাসক্ষেত্রগুলোও ধ্বংসের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে গবেষকরা। তবে, কবে নাগাদ এ মাপের ভূমিকম্প হতে পারে তা গবেষণা না করে বলা সম্ভব নয় বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
Kamal Shahriar
Kamal Shahriar

Previous
Next Post »
Photo-1 Photo-2 Photo-3 Photo-4 Photo-5