এন জি ডাব্লিউ এফ এর থিম সঙ্গীত
গীতিকার ও সুরকারঃ কামাল শাহরিয়ার
একটাই মিশন একটাই ভিশন একটাই পদক্ষেপ
এগিয়ে গেছে, এগিয়ে যাচ্ছে এন জি ডাব্লিউ এফ।।
আমাদের সংগ্রাম চলবেই চলবে
অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে,
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
অবহেলিতোদের পক্ষে।।
কেউ খাবে আর কেউ খাবে না
তা হবেনা তা হবেনা ।।
রানা প্লাজার স্বজন হারাদের বেদনা ভরা এই বক্ষে। (ঐ)
আমদের আহ্বান মালিক শ্রমিক থাকবেনা কোন ভেদাভেদ, একে অন্যের ব্যথায় কাঁদবে কিসের এত বিভেদ।। রাস্তা ঘাটে শ্রমিক ভাই-বোনেরা অত্যাচারিত আর হবেনা। এই আহ্বান ও সুধীজন চাই না জীবন ভিক্ষে। (ঐ)
অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে,
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন
অবহেলিতোদের পক্ষে।।
কেউ খাবে আর কেউ খাবে না
তা হবেনা তা হবেনা ।।
রানা প্লাজার স্বজন হারাদের বেদনা ভরা এই বক্ষে। (ঐ)
আমদের আহ্বান মালিক শ্রমিক থাকবেনা কোন ভেদাভেদ, একে অন্যের ব্যথায় কাঁদবে কিসের এত বিভেদ।। রাস্তা ঘাটে শ্রমিক ভাই-বোনেরা অত্যাচারিত আর হবেনা। এই আহ্বান ও সুধীজন চাই না জীবন ভিক্ষে। (ঐ)