গুলশানে জঙ্গি হামলায় বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর নেতিবাচক কোন প্রভাব পড়ার আদৌ কোন সম্ভাবনা নেই- (আইবিসি)

গুলশানে নৃশংস জঙ্গী হামলা এবং হত্যা যজ্ঞের কারনে বাংলাদেশের গার্মেন্টস শিল্পসহ সম্পর্কিত অন্যান্য শিল্পের উপর নেতিবাচক কোন প্রভাব পড়ার আদৌ কোন কারন বা সম্ভাবনা নাই বলে উল্লেখ করেছে ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) । আজ  ১০ আগষ্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে  আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এর চেয়ারম্যান শ্রমিক নেতা জনাব আমিরুল হক্ আমিন এ কথা বলেন। উল্লেখ্য ইন্ডাষ্ট্রিঅল একটি আন্তর্জাতিক শ্রমিক সংগঠন। পৃথিবীর ১৪০ টি দেশের ৬০০টি ফেডারেশন এর অন্তর্ভুক্ত। যার সদস্য সংখ্যা ৫ কোটি। ইন্ডাষ্ট্রিঅল গার্মেন্টস সহ মোট ২৩টি সেক্টরকে প্রতিনিধিত্ব করে। বাংলাদেশের গার্মেন্টস সেক্টরের প্রধান প্রধান ফেডারেশন সহ ২১টি শিল্পভিত্তিক ফেডারেশন  ইন্ডাষ্ট্রিঅল  বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) এর অন্তর্ভুক্ত।

সংবাদ সম্মেলনে জনাব আমিন বলেন, এই হামলায় ১৭ জন বিদেশী নাগরিক সহ ২০ জন প্রান হারিয়েছেন। এদের মধ্যে  একটি উল্লেখযোগ্য অংশ ছিল গার্মেন্টস শিল্প এবং গার্মেন্টস ব্যবসার সাথে সম্পর্কিত। এ ঘটনার পর গার্মেন্টস শিল্পের উপর বিরুপ প্রভাব নিয়ে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান এবং ব্যক্তিবর্গ তাদের মতামত তুলে ধরেছেন। কিন্তুু এ শিল্পের সাথে জড়িত ৪০ লক্ষ শ্রমিকদের প্রতিনিধিত্বকারী  প্রধান প্লাটফর্ম ইন্ডাষ্ট্রিঅল এর পক্ষ থেকে আমরা অনেকের বিশেষত বাংলাদেশ বাইং হাউজ এসোসিয়েশনের মতামতের সাথে ভিন্ন মত পোষন করি। আইবিসি একর্ড(অপপড়ৎফ) এর স্বাক্ষরকারী হিসাবে একর্ডে স্বাক্ষরকারী ২২০টি ব্রান্ড বা বায়ারের সাথে নিয়মিত যোগাযোগ আছে। এছাড়াও আমেরিকার ২৯টি ব্রান্ড ও বায়ারদের সংগঠন ‘অষষরধহপব’ এর সাথেও আইবিসি এর যোগযোগ রয়েছে। গুলশানের এধরনের জঙ্গী হামলা শুধু বাংলাদেশেই ঘটে নাই। আমেরিকা, জার্মানী, ফ্রান্স, বেলজিয়াম এসকল দেশে এধরনের ঘটনা অহরহ ঘটছে। তাই এ সমস্যা গেøাবাল সমস্যা। এই কারনে বাংলাদেশের উপর আলাদা ভাবে কোন নেতিবাচক প্রভাব পড়ার কোন কারন বা যুক্তি নাই। অন্যদিকে একর্ড এর ২২০টি এবং এলায়েন্স এর ২৯ টি ব্রান্ড বা বায়ারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ এবং তাদের বক্তব্য থেকে আমরা  কারনে আমরা বাংলাদেশের গার্মেন্টস শিল্পের উপর কোন ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখি না।  আমরা এ শিল্পকে আরো সমৃদ্ধ ও সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য শ্রমিক, মালিক, সরকার, ব্রান্ড, একর্ড, এলায়েন্স ও সংশ্লিষ্ট সকল পক্ষকে এক যোগে কাজ করার জন্য  আহবান জানাচ্ছি।

 পাশাপাশি আমরা আশাকরি,এই হামলার অজুহাতে  কোন বিদেশী ক্রেতা বা ব্রান্ড আমাদের গার্মেন্টস পণ্যের তৈরী মুল্য কমানোর চেষ্টা করবেন না। কোন গার্মেন্টস মালিকও এটাকে অজুহাত দেখিয়ে  শ্রমিকদের উপর অযৌক্তিক অন্যায় চাপ প্রদান  করবেন না।
সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন : ইন্ডাষ্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) মহা-সচিব জনাব কুতুবউদ্দিন আহমেদ।

উপস্থিত ছিলেন : আইবিসি এর কেন্দ্রীয় নেতা জনাব গিয়াসউদ্দিন আহম্মেদ, সালাউ্িদন স্বপন, আলেয়া বেগম, মোঃ শহীদুল্লা বাদল, মোঃ হুমায়ুন কবির, হেদায়েতুল ইসলাম, বদ্দরুদোজা নিজাম, মোঃ নুরুল ইসলাম, তাহমিনা রহমান, ইয়াসিন আহমেদ, কামরুল হাসান ও শাফিয়া পারভীন।

(আমিরুল হক্ আমিন)
চেয়ারম্যান (আইবিসি)
মোবাইল:০১৭৩১-২০১৩০২
Poramorsho TV
Poramorsho TV

Previous
Next Post »
Photo-1 Photo-2 Photo-3 Photo-4 Photo-5