গার্মেন্টস শ্রমিকদের ঈদের বেতন-বোনাস ৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের আহ্বান

Image result for গার্মেন্টস শ্রমিকদের ঘরে ফেরা
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌ পথে সুষ্ঠু, সুশংঙ্খল ও নিরাপদ নৌ চলাচল এবং যাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য আন্তঃমন্ত্রণালয় সভায় গার্মেন্টস শ্রমিকদের ঈদের বেতন-বোনাস ৫ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধের জন্য আহ্বান জানান হয়েছে। সভায় বলা হয়, ঈদের আগে ও পরে সাপ্তাহিক ছুটি এবং সরকারী বন্ধ থাকার কারণে আর গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা দেবার সময় পাওয়া যাবেনা।  আভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার কার্যালয়ের সভা কক্ষে ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা বিধানের জন্য অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।  এতে সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় উপস্থিত ছিলেন আইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, বিআইডাব্লিউটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, সমুদ্র পরিবহন অধিদপ্তরের ডিজি জাকিউর রহমান ও লঞ্চ মালিক সমিতির চেয়ারম্যান মাহবুবুউদ্দিন বীর বিক্রম প্রমূখ।  এ ছাড়া বক্তব্য রাখেন ট্রলার মালিক সমিতি মানিকগঞ্জ, কেরানীগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারবৃন্দ এবং নৌ মন্ত্রালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সভায় ৫টি বিষয়ে সিদ্ধান্ত হয়। এ গুলো হচ্ছে যাত্রী সেবা নিশ্চিকরণ, যাত্রীদের নিরাপত্তা দেয়া, নৌ রুট ব্যবস্থাপনা, নৌযান বৃদ্ধি ও পুনর্বিন্যাস এবং কো অর্ডিনেশন । ঢাকা সদরঘাটের ৪ নং ও ৫ নং ঘাট পটুয়াখালীর লঞ্চ ছেড়ে যাবার জন্য নির্ধারন করা হয়। যাত্রীদের লঞ্চে চলাচলের জন্য টিকিটিং ব্যবস্থা, ফেরী যোগে যাত্রী পারাপার, লঞ্চ ঘাট এলাকায় গরুর হাট না বসানো, হকার মুক্ত করা, যাত্রীদের সর্তকতামূলক কার্যক্রম গ্রহন, ঘাট ইজারাদারদের দ্বারা যাত্রী হয়রানী বন্ধ করা, শিমুলিয়া ও পাটুরিয়া ঘাটে ড্রেজার রাখা, বাস -লঞ্চ ঘাটে বিশ্রামাগার ও টয়লেট ঠিক রাখা, যাত্রা পথে লঞ্চ বন্ধ হলে অন্য লঞ্চ দিয়ে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া। সভায় আরো বলা হয়, ধারন ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহণ না করা, স্পীডবোট চলাচলের সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরিধান করা, রাতের বেলা মালবাহী জাহাজ ও বাল্ক হেড চলাচল বন্ধ রাখা এবং নৌকা দিয়ে যাত্রী না ওঠান প্রভৃতি।  এ ছাড়া ঈদের পূর্বে ৩ দিন ও ঈদের পরে ৩ দিন নিত্যপ্রয়োজীয় পণ্য ব্যতিত সাধারন ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরীতে চলাচল বন্ধ থাকবে।

সংবাদটি প্রথম প্রকাশিতঃ কালের কণ্ঠ অনলাইন    
১১ আগস্ট, ২০১৬ ২২:১৩

Poramorsho TV
Poramorsho TV

Previous
Next Post »
Photo-1 Photo-2 Photo-3 Photo-4 Photo-5