কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের জন্য দেশে একটি হেলপলাইন চালু করা হয়েছে। কর্মস্থলে কোনো দুর্ঘটনার শিকার হলে কিংবা শ্রমিক অধিকার বিঘ্নিত হলে শ্রমিকেরা ০৮০০ ৪৪ ৫৫ ০০০- হেলপলাইনে ফোন করে সাহায্য চাইতে পারবেন।
আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং রয়েল নরওয়েজিয়ান গভর্নমেন্টের সহায়তায় স্থাপিত এই হেলপলাইন পরিচালনা করবে বাংলাদেশ সরকারের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)।





