
২৮-০৮-২০১৬ নিজস্ব প্রতিবেদকঃ বেতন বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালন করছেন হানীওয়েল গার্মেন্টসের শ্রমিকরা।
জাতীয় গার্মন্টস শ্রমিক ফেডারেশনের ব্যনারে রবিবার দুপুর বেলা ১২টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচিতে হানীওয়েল গার্মেন্টসের অপারেটর শাহনাজ বেগম বলেন, ‘গত রোজার ঈদ থেকে মালিক আমাদের বেতন বোনাস দেয়নি। ওই সময় আন্দোলন করেও আমরা আমাদের ন্যায্য পাওনা নিতে পারি নি। কিছু দিন পরে আরেকটি ঈদ। এই দুই ঈদের মাঝে বাসা ভাড়া, সন্তানের স্কুল ফি, দোকানের পাওনা টাকা দেওয়া হয়নি।’
তিনি বলেন, ‘সামনে ঈদ, এর সঙ্গে পাওনাদারদের চাপ। এসব কারণে আমরা কাজ ফেলে পাওনা আদায়ের জন্য রাজপথে নেমেছি। যদি ঈদের আগে মালিক আমাদের পাওনা টাকা না দেয় তাহলে আমাদের মরে যাওয়া ছাড়া কোন উপায় থাকবে না।’

প্রতিষ্ঠানের সুপারভাইজার দুলাল হোসেন বলেন, ‘বহু আন্দোলন করেছি। বিজিএমইএ'র কাছে স্মারকলিপিসহ দুই বার ঘেরাও কর্মসূচি পালন করেছি। কিন্তু মালিক আমাদের পাওনা টাকা দেয়নি। এজন্য জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান নিয়েছি।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক জোট জানায়, হানীওয়েল গার্মেন্টসে সাড়ে ছয়শ’ শ্রমিক কাজ করেন। তাদেরকে গত মে, জুন ও জুলাই মাসের বেতন-ভাতা ও ওভারটাইম পরিশোধ করা হয়নি। রোজার ঈদের শেষে মালিক ১৩ এবং ১৭ জুলাইয়ের মধ্যে বেতন ভাতা পরিশোধের প্রতিশ্রুতি দিলেও তিনি তার প্রতিশ্রুতির বরখেলাপ করেন।

তিনি আরো জানান, ১৯ জুলাই শ্রমিকরা বিজিএমইএ ভবন ঘেরাও করলে কারখানার মালিক পরদিন টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। ২০ জুলাই বেতন না দিলে ২৪ জুলাই ওই কারখানার শ্রমিকরা শ্রমমন্ত্রণালয় বরাবর স্মরকলিপি দেয়। শ্রম মন্ত্রণালয় কোনো পদক্ষেপ না নিলে ১২ আগস্ট মালিকের বাড়ি ও প্রধান কার্যালয় ঘেরাও করা হয়। পরে ২২ আগস্ট মালিক বেতন ভাতা পরিশোধের জন্য বিজিএমইএ'র কাছে পুনরায় প্রতিশ্রুতি দেন। কিন্তু এখনো তিনি শ্রমিকদের টাকা পরিশোধ করেন নি।
ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত আছেন, সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা মো. ফারুক, মিসেস আরিফা আক্তার প্রমুখ।
