নিজস্ব ডেস্কঃ গার্মেন্টস শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবীতে ‘‘ লিভিং ওয়েজ -- ন্যায্য মুল্য ’’ গামেন্টস শ্রমিক বর্ণাঢ্য র্যালী ও সমাগার্মেন্টস শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবীতে
‘‘ লিভিং ওয়েজ -- ন্যায্য মুল্য ’’ গামেন্টস শ্রমিক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
‘‘ লিভিং ওয়েজ -- ন্যায্য মুল্য ’’ শিরোনামে গার্মেন্টস শ্রমিকদের মজুরী বৃদ্ধির প্রচারনার অংশ হিসাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আজ ২৮ অক্টোবর ২০১৬ ইং সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে ২য় কর্মসূচী পালন করেন। এই প্রচারানায় ঘএডঋ বাংলাদেশের ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকের জন্য জীবন-যাপন উপযোগী মজুরীর জন্য বাংলাদেশী গার্মেন্টস পণ্যের ন্যায্য মুল্যও প্রদান করার জন্য বায়ারদের প্রতি দাবী জানান ।
র্যালী শুরুর আগে ফেডারেশন (NGWF) এর সভাপতি জনাব আমিরুল হক্ আমিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন : ঘএডঋ সাধারন সম্পাদক মিস সাফিয়া পারভিন, সহ-সভাপতি জনাব ফারুক খান ও যুগ্ম সাধারন সম্পাদক মিসেস আরিফা আক্তার, মিসেস নাসিমা আক্তার, নবগঠিত ইউনিয়নের প্রতিনিধি সদ্য কারা মুক্ত মিস শিউলী বেগম, মিসেস শাহানাজ বেগম ও মিসেস আরিফা সুলতানা প্রমুখ।
বেশ অনুষ্ঠিত
‘‘ লিভিং ওয়েজ -- ন্যায্য মুল্য ’’ শিরোনামে গার্মেন্টস শ্রমিকদের মজুরী বৃদ্ধির প্রচারনার অংশ হিসাবে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আজ ২৮ অক্টোবর ২০১৬ ইং সকাল ১১টায় এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে ২য় কর্মসূচী পালন করেন। এই প্রচারানায় ঘএডঋ বাংলাদেশের ৪২ লক্ষ গার্মেন্টস শ্রমিকের জন্য জীবন-যাপন উপযোগী মজুরীর জন্য বাংলাদেশী গার্মেন্টস পণ্যের ন্যায্য মুল্যও প্রদান করার জন্য বায়ারদের প্রতি দাবী জানান ।
র্যালী শুরুর আগে ফেডারেশন (NGWF) এর সভাপতি জনাব আমিরুল হক্ আমিন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন : ঘএডঋ সাধারন সম্পাদক মিস সাফিয়া পারভিন, সহ-সভাপতি জনাব ফারুক খান ও যুগ্ম সাধারন সম্পাদক মিসেস আরিফা আক্তার, মিসেস নাসিমা আক্তার, নবগঠিত ইউনিয়নের প্রতিনিধি সদ্য কারা মুক্ত মিস শিউলী বেগম, মিসেস শাহানাজ বেগম ও মিসেস আরিফা সুলতানা প্রমুখ।
সংহতি বক্তব্য রাখেন : একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান এবং বাংলাদেশ ছাত্রমৈত্রীর প্রতিনিধি ছাত্র নেতা ইয়াতুন নেছা রুমা।
বিস্তারিতঃ