গার্মেন্টস শ্রমিক মে-ডে কর্মসূচী- ২০১৭
হাজার প্রদীপ (মশাল) জ্বালো
আগামীকাল ৩০ এপ্রিল, রবিবার
সময় : সন্ধ্যা ৬.৩০ টা
স্থান :
জাতীয় প্রেসক্লাব এর সামনে
প্রদীপ প্রজ্জলন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
কমরেড রাশেদ খান মেনন, এম.পি। সাথে থাকবেন ‘রানা প্লাজা ট্রাজেডিতে পিতা-মাতা হারানো ৫ এতিম শিশু’, যারা গত ২৪ এপ্রিল ২০১৭ ঐ মর্মান্তিক দূর্ঘটনার ৪র্থ বার্ষিকীতে ‘জীবনের প্রদীপ জ্বালো’ কর্মসূচীতেও অংশ নিয়েছিল। এর সাথে যুক্ত হবে ‘তাজরীন ট্রাজেডি’র ২ এতিম শিশু।
দপ্তর সম্পাদক
( নাজনীন আক্তার )