নারী পোশাক শ্রমিকদের জীবনমান দেখতে ঢাকায় মিয়ানমারের প্রতিনিধি দল



মিয়ানমারের পোশাক শিল্পে কর্মরত একদল প্রতিনিধি সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশের নারী শ্রমিকদের মধ্যে তাদের জীবনমান উন্নয়নে চালু সামাজিক প্রোগ্রামগুলো কি করে মিয়ানমারে চালু করা যায় তার ব্যাপারে ধারনা ও অভিজ্ঞতা বিনিময়ে এই সফরের আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে চালু স্মার্ট মিয়ানমার নামক একটি প্রকল্পের অধীনে এই সফর করছেন থন পান লা’র সাত প্রতিনিধি।
সফরে তারা বাংলাদেশে পোশাক শিল্পে কর্মরত মহিলাদের জন্যে চালু বিভিন্ন নারী কেন্দ্র এবং কাফের পরিচালকদের সাথে আলোচনা করেন। কিভাবে তারা শিক্ষা এবং সচেতনতামূলক বিভিন্ন প্রকল্প নারীদের মধ্যে প্রসারে কাজ করেন তা জানাই ছিল মিয়ানমারের প্রতিনিধিদের মুখ্য উদ্দেশ্য। বিশেষ করে কেন্দ্রগুলোতে কর্মরত আইনি এবং চিকিৎসা পরামর্শকদের সাথে তারা আলোচনা করেন।
এই সফরে তারা ঢাকার আওয়াজ ফাউন্ডেশনের পরিচালিত নারী-কেন্দ্রগুলো পরিদর্শন করেন। আওয়াজ ফাউন্ডেশন অর্ধ-ডজনেরও বেশি নারী-কেন্দ্র পরিচালনা করে থাকে। থন পান লা’ও বিগত ২০১৪ থেকে ইয়াঙ্গুনে একটি নারী কেন্দ্র চালাচ্ছে।
পরে প্রতিনিধি দলটি GIZ পরিচালিত “Promotion of Social and Environmental Standards in the Industry” র একদল প্রতিনিধির সাথে দেখা করেন।
এক প্রশ্নের উত্তরে মিস খিয়েন খিয়েন নে, সেক্রেটারি জেনারেল MGMA, বলেন যে তাদের এই সফরটি  খুবই ফলপ্রসূ হয়েছে। বিশেষ করে তাদের এই অভিজ্ঞতা থন পান লা’র নতুন কেন্দ্রটি, যা অক্টোবরে খোলা হবে, তার জন্যে খুবই উপকারী হবে ।
আওয়াজ ফাউন্ডেশন থেকেও একটি দল খুব শিগগিরই মিয়ানমার সফর করবে।
Kamal Shahriar
Kamal Shahriar

Previous
Next Post »
Photo-1 Photo-2 Photo-3 Photo-4 Photo-5