
নিজস্ব রিপোর্টঃ গার্মেন্ট
শিল্পের শ্রমিকদের সুযোগ-সুবিধা, বেতন ভাতা নিয়ে সরকার ও মালিকপক্ষ অনেক কথা বললেও বস্তুত
গার্মেন্টস শ্রমিকদের অবস্থা খুবই খারাপ। ন্যায্য মজুরীর দাবি তুললে শ্রমিকদের ওপর
নেমে আসে নির্যাতন।শিল্প পুলিশ ও শিল্প গোয়েন্দাবাহিনীর কাছে শ্রমিকদের ন্যায্য বেতনের
কথা বললেও তারাও সরকার ও মালিকের স্বার্থই দেখে-শ্রমিকের স্বার্থ নয়!গার্মেন্টস মালিকরা
দাবি করেন তারা মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। হ্যাঁ, গার্মেন্টস করে শ্রমিকদের কর্মসংস্থানের
সুযোগ তারা সৃষ্টি করেছে। কিন্তু বস্তুত তারা কর্মসংস্থান সৃষ্টির জন্য গার্মেন্টস
তৈরি করেনি। তারা গার্মেন্টস করেছেন প্রচুর মুনাফা অর্জন করবেন বলে।
আর সে বিষয়টিই
আমরা প্রতিমূহুর্তে দেখতে পাই।এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিরি যেকথা বলা হচ্ছে আসলে শ্রমিকদের
ওপর কেবল নিপীড়নই করা হচ্ছে। আপনারা দেখবেন শ্রমিকদের নিরাপত্তার জন্য শিল্প পুলিশ
করা হয়েছে। শুধু তাই নয় শিল্প গোয়েন্দাবাহিনী করা হয়েছে। কিন্তু যেসব কারখানায়
শ্রমিকদের ঠিকমতো বেতন দেয়া হচ্ছে না।
আসুন আমরা গার্মেন্টস শ্রমিকদের প্রতি সদয় আচরণ করি।